Ajker Patrika

শেবাচিমের আইসোলেশনে ৪ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ১২
শেবাচিমের আইসোলেশনে ৪ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের নমুনা আরটি–পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

ডা. রাজ্জাক জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ড মিলে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র সাত জনকে। এ নিয়ে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১০৬ ও করোনা ওয়ার্ডে ৪০ জন রোগী চিকিৎসাধীন।

করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৬২৭ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ৮৭ জন। আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মারা গেছেন মোট ৫১৮ জন রোগী। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ও অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত