Ajker Patrika

যুবদল নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, ভুক্তভোগীই গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৮: ৫৩
যুবদল নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, ভুক্তভোগীই গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গফুর সরদারের ওপর ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার গৌরনদী মডেল থানা-পুলিশ গফুর সরদারকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গফুর সরদার অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ি কসবা থেকে আগৈলঝাড়া যাওয়ার উদ্দেশে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছালে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী লাঠিসোঁটা, লোহার রড, জিআই পাইপ নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে রড ও পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলাকারী সন্ত্রাসীরা আমার পা ভেঙে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে রাত ১০টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ সেখানে চিকিৎসা দিয়ে আমাকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার একটি বিস্ফোরক ও হত্যা পেন্ডিং মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।’ 

যুবদলের এই নেতা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আমার ওপর যারা হামলা করল তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিয়ে বরং আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখাল।’
অভিযোগের ব্যাপারে জানতে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফকে ফোন করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নাই। 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ‘মো. গফুর সরদারকে বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে বুধবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত