Ajker Patrika

ববির হলে ঢুকে দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ববির হলে ঢুকে দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের বাংলা হলে গভীর রাতে দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গভীর রাতে তাদের মারধর করা হয়। 

মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন, মার্কেটিং বিভাগের রাজু মোল্লা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সিফাত হাসান। 

এদিকে খবর পেয়ে হল প্রভোস্ট তাঁদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। 

ববির শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দ্বন্দ্বের জেরে রাজু ও সিফাতের ওপর নির্যাতন চালানো হতে পারে। নির্যাতনের শিকার দুজন ছাত্রলীগ নেতা আলীম সালেহীর অনুসারী।’ 

নির্যাতনের শিকার সিফাত বলেন, ‘শনিবার গভীর রাতে আমি শেরে বাংলা হলের ২০০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলাম। এ সময় তাহমিদ জামান নাভিদের অনুসারীরা আমাকেসহ পাশের রুমের সিফাতকে ধরে নিয়ে যায়। পরে আমাদের দুজনকে মাঠে নিয়ে পিটিয়ে জখম করে। হল প্রভোস্ট আবু জাফর মিয়া খবর পেয়ে হলের মাঠে আসেন এবং আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’ 

আহত রাজু মোল্লা বলেন, ‘আমি এবং সিফাত বর্তমানে শেবাচিম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে তাহমিদ জামান নাভিদ বলেন, ‘রাজু ও সিফাত হলে অস্ত্র রেখেছে। এ জন্য সাধারণ ছাত্ররা তাদের মারধর করেছে।’ 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, ‘দুই পক্ষে এর আগেও মারামারি হয়েছে। ওই ঘটনার জেরে শনিবার রাতে শেরে বাংলা হলে মারামারি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত