Ajker Patrika

গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২৮
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

বরিশালের গৌরনদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী ইউনিয়নের বেজগাতি ও বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রানা প্যাদা (৩০)। তিনি উপজেলার বেজগাতি গ্রামের সিরাজ প্যাদার ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মো. আব্দুল জব্বার জানান, টরকী থেকে ছেড়ে আসা ভূরঘাটাগামি একটি নসিমন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক রানা প্যাদা ঘটনাস্থলেই নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানা–পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপর দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সোনারতরী ও চাকলাদার ক্লাসিক পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রব হাওলাদার বলেন, সোনারতরী পরিবহনের বাসটি বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে বাটাজোর বাসস্ট্যান্ডে পৌঁছালে চাকলাদার ক্লাসিক পরিবহনের সঙ্গে সোনারতরী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের পাঁচজন যাত্রী আহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত