Ajker Patrika

ইউপি নির্বাচনী বিরোধে কুপিয়ে জখম

হিজলা প্রতিনিধি
Thumbnail image

বরিশালের হিজলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে বিরোধের জেরে আবুল হোসেন মাঝি নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী জাহের আকনের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের চরবিশর গ্রামে এ ঘটনা ঘটে।

১৫  জুন অনুষ্ঠিত গৌরবদী ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাশেম ব্যাপারীকে পরাজিত করে জাহের আকন সদস্য নির্বাচিত হন। আবুল হোসেন মাঝি নির্বাচনে কাশেম ব্যাপারীর পক্ষে প্রচার চালিয়েছিলেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে আবুল হোসেন বলেন, ‘নির্বাচনে কাশেম ব্যাপারীর পক্ষে প্রচারণা করেছি। তাই নির্বাচনের পর জাহের আকন ও তাঁর কর্মী-সমর্থকেরা আমাকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেন। তখন আমি এলাকা ছেড়ে চলেও যাই। রোববার এলাকায় আসার পরই আমাকে কুপিয়ে জখম করা হয়। রাত ৯টার দিকে চরবিশর গ্রামে নতুন মসজিদ এলাকার একটি চায়ের দোকানে বসেছিলাম। তখন সবুজ মাতুব্বর, ইয়াসিন মাতুব্বর, খলিল মাতুব্বর, সাইফুল মাতুব্বারসহ কয়েকজন পেছন থেকে আমার ওপর হামলা করেন এবং আমাকে কুপিয়ে জখম করেন।’ 
জানতে চাইলে ইউপি সদস্য জাহের আকন বলেন, ‘আবুল হোসেনকে কোপানো হয়নি। তবে মারধর করা হয়েছে। আমি তাঁর প্রাথমিক চিকিৎসা করিয়েছি।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘কুপিয়ে আহত করার বিষয়টি শুনেছি। সেখানে একদল পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত