Ajker Patrika

জুলুমের শেষ দেখতে চাই: ফয়জুল করীম

সাখাওয়াত ফাহাদ, বরিশাল থেকে
আপডেট : ১২ জুন ২০২৩, ১৫: ৩১
Thumbnail image

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার ঘটনার পর চাঁদমারী কমপ্লেক্সে তাঁর সঙ্গে দেখা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম। আজ সোমবার দুপুরে ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে দেখা করেন তিনি। 

হামলার বিষয়ে ইসলামী আন্দোলন প্রার্থী বলেন, ‘আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম ৷ একজনের কাঁধে হাত দিয়ে বললাম, ভাই কী দরকার জোর করে নির্বাচন করার? আমরা মিলেমিশে থাকব। এই বলতে বলতে কয়েকজন উত্তেজিত হয়ে আমাকে ঘুষি মারছে। বিনা উত্তেজনায় এমনে মানুষ মানুষকে মারতে পারে? প্রশাসন তো নির্বাক। আরও অনেককে মারছে।’ 

তিনি নির্বাচন বর্জন করবেন কি না জানতে চাইলে ফয়জুল করীম বলেন, ‘এখনো আছি। জালেমের জুলুমটা শেষ পর্যন্ত দেখতে চাই। কত প্রকার জুলুম করতে পারে দেখব। বিক্ষোভ মিছিল করেছি। যেহেতু রক্ত রাস্তায় পড়েছে সেহেতু এই জালেম সরকারের পতনের জন্য চেষ্টা করব।’ 

এ সময় বিএমপি কমিশনার সাইফুল ইসলাম তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘যারাই এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। ভিডিও ফুটেজ আমাদের সঙ্গে আছে। কিছু নামও আমরা পেয়েছি। আজকে সন্ধ্যার মধ্যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি এখানে শুধু হুজুরকে দেখতে আসছি।’ 

সাইফুল ইসলাম আরও বলেন, ‘প্রার্থীরা যেখানেই অভিযোগের কথা বলছেন সব জায়গায় আমরা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাচ্ছি ৷ তাপস সাহেবও কয়েকবার ফোন দিয়েছেন। আগে যাই ঘটুক, সর্বশেষ যে ঘটনা (ফয়জুল করীমের ওপর হামলা) তা খুবই ন্যক্কারজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত