Ajker Patrika

পুলিশকে মারধর: উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৪: ১৪
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকের গায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির পাইক ও তাঁর লোকজন ওই পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়।

ওসি আরও বলেন, পরে স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় চলে যান। বিষয়টি আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, যুবলীগের নেতা জিয়া ফড়িয়া ও জহিরুল পাইককে গ্রেপ্তার করে।

গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় আহত ওই পুলিশ কনস্টেবল বাদী হয়ে শনিবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন, পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ রোববার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত