Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন চলতি বছরেই: উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন চলতি বছরেই: উপাচার্য 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম সমাবর্তন চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আজ রোববার বেলা ১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

উপাচার্য ড. বদরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো সমাবর্তন আয়োজন করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছরই প্রথম সমাবর্তন করার প্রস্তুতি নিচ্ছে। ববি থেকে যেসব মেধাবী ছাত্রছাত্রী পাস করেছে তারা এ সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক।’

উপাচার্য বলেন, আজ রোববার দুপুরে সাক্ষাৎকালে সমাবর্তনে অংশগ্রহণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে উপাচার্যের কুশল বিনিময় হয়।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত