চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশনে যৌতুকের দাবিতে শারমিন (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছেন স্বামী সফিক ও তাঁর পরিবারের সদস্যরা।
আজ শনিবার দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শারমিন ওই ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের সাহজাহানের মেয়ে।
নিহত গৃহবধূর চাচি বলেন, তিন বছর আগে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চর আফজাল গ্রামের মফিজের ছেলে সফিকের সঙ্গে শারমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের ঘরে মাইসা নামের দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় সফিকের দাবিকৃত যৌতুকের এক লাখ টাকা দিতে না পারায় তাদের সংসারে কলহ লেগেই থাকত। প্রায় সময় শারমিনকে মারধর করতেন সফিক। শুক্রবার রাতে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে বলেন। গৃহবধূ শারমিন ওই টাকা দিতে অস্বীকার করলে সফিক তাকে দুই দফায় মারধর করেন। এ নিয়ে শনিবার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে জামাতা সফিক শারমিনকে আবারও মারধর করেন। পরে দুপুরে প্রতিবেশীরা ঝুলন্ত মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয়। চরফ্যাশন থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী সফিক পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, ‘গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
চরফ্যাশনে যৌতুকের দাবিতে শারমিন (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছেন স্বামী সফিক ও তাঁর পরিবারের সদস্যরা।
আজ শনিবার দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শারমিন ওই ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের সাহজাহানের মেয়ে।
নিহত গৃহবধূর চাচি বলেন, তিন বছর আগে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চর আফজাল গ্রামের মফিজের ছেলে সফিকের সঙ্গে শারমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের ঘরে মাইসা নামের দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় সফিকের দাবিকৃত যৌতুকের এক লাখ টাকা দিতে না পারায় তাদের সংসারে কলহ লেগেই থাকত। প্রায় সময় শারমিনকে মারধর করতেন সফিক। শুক্রবার রাতে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে বলেন। গৃহবধূ শারমিন ওই টাকা দিতে অস্বীকার করলে সফিক তাকে দুই দফায় মারধর করেন। এ নিয়ে শনিবার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে জামাতা সফিক শারমিনকে আবারও মারধর করেন। পরে দুপুরে প্রতিবেশীরা ঝুলন্ত মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয়। চরফ্যাশন থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী সফিক পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, ‘গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
গাজীপুরের শ্রীপুরে কারখানার দেয়াল ধসে মো. বেলাল হোসেন (৩৪) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (১৭ আগস্ট) সকালে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের তাকওয়া ফ্যাব্রিক্স কারখানার দেয়াল ধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
৩ মিনিট আগেচট্টগ্রামে কনটেইনারবাহী গাড়িতে করে পালানোর সময় পুলিশ কর্মকর্তাকে কোপানোর মূল অভিযুক্ত মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গার আউটার রিং-রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় এলজি,
৫ মিনিট আগেজামালপুরের বকশীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুলাল শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৫ মিনিট আগেচিরকুটে লেখা রয়েছে–‘আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না। আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম।’ চিরকুটটি তাঁর লেখা কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
১৬ মিনিট আগে