Ajker Patrika

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৭: ৪৮
Thumbnail image

চাঁদা না দেওয়ার অভিযোগে বরিশালের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদ সিকদার (২৩) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাশেদকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়। 

আজ শনিবার ভোরে তাঁর লাশ বাড়িতে আনা হয়েছে। খবর পেয়ে আজ সকালে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহতের বড় ভাই রাসেল সিকদার অভিযোগ করে বলেন, তাঁর ভাই রাশেদ ঢাকার ইসলামবাগ এলাকায় নিজস্ব ব্যবসা দেখাশোনা করে আসছিল। সম্প্রতি রাশেদের কাছে চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারসহ তাঁর সহযোগীরা। চাঁদার টাকা না পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে রাশেদকে বার্থী বাজারে পেয়ে ছাত্রদল নেতা আলামিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার, হামিম তালুকদারসহ ৮-১০ জন তাঁর (রাশেদ) ওপর হামলা চালান। 

আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে বার্থী বাজারে একটি দোকানে আশ্রয় নেন। সেখান থেকে ধরে বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গভীর রাতে মারা যান রাশেদ। 

বার্থী বাজারের ব্যবসায়ী কামরুল খান অভিযোগ করেন, রাশেদ তাঁর দোকানে আশ্রয় নেওয়ায় তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। কারা ভাঙচুর করেছে এ বিষয়ে তিনি কিছুই বলেননি। 

নিহতের স্ত্রী সুমী বেগম বলেন, ‘আমার ছেলে রাফসান (২) তার বাবার কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরে। এরই মধ্যে মোবাইলে ফোন করে ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার আমার স্বামী রাশেদকে সন্ধ্যার পর বার্থী বাজারে যেতে বলেন। ফোন পেয়ে আমার স্বামী তার বন্ধুদের সঙ্গে দেখা করতে ও ছেলের জন্য মিষ্টি আনতে বার্থী বাজারে যায়। বাবার হাতে মিষ্টি খাওয়া আর হলো না ছেলের।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ ছাত্রলীগের নিষ্ক্রিয় কর্মী। হামলাকারীরা তাঁর পূর্বপরিচিত এবং ছাত্রদলের সক্রিয় নেতা–কর্মী। তাঁরা রাশেদের কাছে টাকা চেয়েছিলেন। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাশেদের সঙ্গে হামলাকারীদের টাকাপয়সা নিয়ে পূর্বশত্রুতা আছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আলামিন তালুকদার ও হামিম তালুকদারের নাম রয়েছেন। 

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত