Ajker Patrika

৬ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে মা-মেয়ের মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭: ৫৮
৬ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে মা-মেয়ের মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় ছয় ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ও আজ বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। 

ডেঙ্গুতে মারা যাওয়া মা-মেয়ে হলেন দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মোসা. ছালমা বেগম (৩৫) এবং তাঁদের মেয়ে মোসা. ছাদিয়া (১২)। 

মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন মুনসি। তিনি বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছালমা বেগম ও তাঁর মেয়ে আমার প্রতিবেশী। তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ 

পরিবারের লোকজন জানান, ছালমা বেগম ও তাঁর মেয়ে ছাদিয়া সাত-আট দিন আগে জ্বর নিয়ে দশমিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের ডেঙ্গু ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে বেশি অসুস্থ হলে মা ও মেয়েকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। 

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছালমা বেগম গতকাল দিবাগত রাত ১২টার দিকে এবং তাঁর মেয়ে ছাদিয়া আজ সকাল ৬টার দিকে মারা যান। মা ও মেয়ের লাশ নিয়ে আত্মীয়স্বজন গ্রামের বাড়িতে এলে এলাকায় শোকের ছায়া নামে। আজ বেলা ১১টার দিকে নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয় বলে জানান ছাদিয়ার চাচা মো. ইউনুস মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত