Ajker Patrika

বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালা রোববার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালা রোববার

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে বরিশালে আগামীকাল রোববার বিএনপির বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা সফল করতে বরিশালে কয়েক দিন ধরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার দিক নির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।

নগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, বিভাগীয় এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিসহ বরিশালের বিভিন্ন সাংগঠনিক দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানান, আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক নির্দেশনা দেবেন। দলীয় কোন্দল কাটিয়ে উঠে নির্বাচনী প্রস্তুতি নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য বলে বিএনপি নেতারা জানান।

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি ও জনসম্পৃক্ত সাংগঠনিক বিভাগীয় কর্মশালা হবে রোববার। নগরের শিল্পকলা একাডেমিতে এই কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, কর্মশালায় বরিশাল বিভাগের বিএনপির প্রতিটি ইউনিটের সুপার ফাইভ নেতা এবং অঙ্গ সংগঠনের সুপার ফাইভ অংশগ্রহণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত