Ajker Patrika

বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭: ৩৭
বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল নগরে একটি প্রাইভেট কার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গোলাম রব্বানী আলিফ (৩০) নামের এক যুবককে আটক হয়। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক এনায়েত হোসেন। এর আগে গতকাল রোববার তাঁকে আটক করা হয়। আটক আলিফ ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার নরসিংহপুর গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, বরিশাল নগরীর মিম ফার্নিচারের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে অবস্থান করা আলিফকে আটক এবং মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বাদী হয়ে নগরীর কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত