Ajker Patrika

বিএম কলেজের অধ্যক্ষের সঙ্গে খোকন সেরনিয়াবাতের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএম কলেজের অধ্যক্ষের সঙ্গে খোকন সেরনিয়াবাতের শুভেচ্ছা বিনিময়

বরিশাল বিএম কলেজের অধ্যক্ষের সঙ্গে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে শিক্ষক পরিষদের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় সভা হয়।

কলেজের একাধিক শিক্ষক জানিয়েছেন, নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত আসবেন এমন খবরে দুপুর ১টার দিকে ছাত্রলীগের কিছু কর্মী এসে লাইব্রেরি ভবনের শিক্ষক মিলনায়তন খুলে দিতে অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়াকে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ রাজি না হয়ে তাঁর কার্যালয়ে নৌকার প্রার্থীকে আসার প্রস্তাব দেন। পরে পাশের প্রশাসনিক ভবনের শিক্ষক পরিষদে বসার প্রস্তাব দেন পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার। এ নিয়ে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হন।

ঘটনাস্থলে উপস্থিত ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শিক্ষক মিলনায়তন খুলে দিতে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ গোলাম কিবরিয়া তাতে গড়িমসি করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনি চেয়ারে বসে মেয়র সাদিকের জন্মদিন পালন করছেন। এখন মেয়র প্রার্থী খোকন ভাই আসায় টালবাহানা করছেন। তখন কাউন্সিলর বিপ্লব ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেন।

এ প্রসঙ্গে উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইউম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে এটা ঠিক যে মেয়র প্রার্থীর আসাকে কেন্দ্র করে শিক্ষক মিলনায়তন ব্যবহার নিয়ে কলেজে টানাপোড়েন হয়েছে।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বুধবার বেলা পৌনে ২টায় কলেজে আসেন। তিনি শিক্ষক পরিষদের কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তবে এসব নিয়ে কলেজে কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন অধ্যক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত