নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল ক্লাবের সভাপতি পদ দখলের অভিযোগে করা মামলায় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে আদালত। ওই ক্লাবে সভাপতি পদে তার কার্যক্রমে কেন স্থগিতাদেশ দেওয়া হবে না তা জানাতে চেয়ে এটি দেওয়া হয়। আজ সোমবার বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে বিচারক হাসিবুল হাসান এই নোটিশ জারির আদেশ দেন।
একই সঙ্গে নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ক্লাবের সভাপতি ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে জবাব দিতে বলা হয়েছে। মামলার অপর বিবাদী ক্লাবের সম্পাদককেও (সেক্রেটারি) একই আদেশ দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার মফিজুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি সিটি মেয়র ও বরিশাল ক্লাবের সম্পাদককে বিবাদী করে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ‘বিচারক হাসিবুল হাসান বৃহস্পতিবার শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন। রোববার বরিশাল ক্লাবের সভাপতি পদে মেয়র সাদিকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করা হয়। আজ সোমবার বিচারক নালিশি মামলা গ্রহণ করে মেয়র সাদিক ও ক্লাব সেক্রেটারিকে শোকজ নোটিশ দেন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির সদস্য পদে যেতে সাধারণ সদস্য পদ ১০ বছর পূর্ণ হতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট ক্লাবের সদস্য হন। তিন বছর পূর্ণ হওয়ার আগেই ২০১৯ সালের ৮ মার্চ জোর করে নিজেকে ক্লাবের সভাপতি ঘোষণা করেন। এতে তিনি ক্লাবের গঠনতন্ত্রের বিধি (আর্টিকেল) ৩২ (খ) ধারা লঙ্ঘন করেছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ দুই কর্মকর্তাকে ক্লাবের গেস্ট রুমে স্থায়ীভাবে থাকতে দেন এবং তারা ক্যাফেটেরিয়ার খাবার গ্রহণ করেন। এতে তাদের কাছে ক্লাবের কোটি টাকার বেশি বকেয়া পড়ে।
উল্লেখ্য, বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন মামা মফিজুর রহমান কামাল। ২০১৯ সালের ৮ মার্চ সাধারণ সভা চলাকালে মেয়র দলবলসহ উপস্থিত হয়ে সভার নিয়ন্ত্রণ নেন। পরে তিনি ক্লাবের সভাপতি হন।
বরিশাল ক্লাবের সভাপতি পদ দখলের অভিযোগে করা মামলায় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে আদালত। ওই ক্লাবে সভাপতি পদে তার কার্যক্রমে কেন স্থগিতাদেশ দেওয়া হবে না তা জানাতে চেয়ে এটি দেওয়া হয়। আজ সোমবার বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে বিচারক হাসিবুল হাসান এই নোটিশ জারির আদেশ দেন।
একই সঙ্গে নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ক্লাবের সভাপতি ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে জবাব দিতে বলা হয়েছে। মামলার অপর বিবাদী ক্লাবের সম্পাদককেও (সেক্রেটারি) একই আদেশ দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার মফিজুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি সিটি মেয়র ও বরিশাল ক্লাবের সম্পাদককে বিবাদী করে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ‘বিচারক হাসিবুল হাসান বৃহস্পতিবার শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন। রোববার বরিশাল ক্লাবের সভাপতি পদে মেয়র সাদিকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করা হয়। আজ সোমবার বিচারক নালিশি মামলা গ্রহণ করে মেয়র সাদিক ও ক্লাব সেক্রেটারিকে শোকজ নোটিশ দেন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির সদস্য পদে যেতে সাধারণ সদস্য পদ ১০ বছর পূর্ণ হতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট ক্লাবের সদস্য হন। তিন বছর পূর্ণ হওয়ার আগেই ২০১৯ সালের ৮ মার্চ জোর করে নিজেকে ক্লাবের সভাপতি ঘোষণা করেন। এতে তিনি ক্লাবের গঠনতন্ত্রের বিধি (আর্টিকেল) ৩২ (খ) ধারা লঙ্ঘন করেছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ দুই কর্মকর্তাকে ক্লাবের গেস্ট রুমে স্থায়ীভাবে থাকতে দেন এবং তারা ক্যাফেটেরিয়ার খাবার গ্রহণ করেন। এতে তাদের কাছে ক্লাবের কোটি টাকার বেশি বকেয়া পড়ে।
উল্লেখ্য, বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন মামা মফিজুর রহমান কামাল। ২০১৯ সালের ৮ মার্চ সাধারণ সভা চলাকালে মেয়র দলবলসহ উপস্থিত হয়ে সভার নিয়ন্ত্রণ নেন। পরে তিনি ক্লাবের সভাপতি হন।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
২ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
২ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে