Ajker Patrika

হিজলায় জমি দখলের জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫

হিজলা (বরিশাল) প্রতিনিধি 
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬: ০০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের হিজলায় জমি দখলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। উপজেলার মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর সোনাতলা এলাকায় আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উভয় পক্ষের রুবেল খান (৫৫), শহিদ সিকদার (৫০), রায়হান (২৪), ইসমাইল সিকদার (৬০) ও আমজাদ খান (৪০)।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রুবেল খান জানান, তাঁদের জমির আমন ধান প্রতিপক্ষের লোকজন কেটে নিতে চাইলে তাঁরা বাধা দেন। তখন তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।

পাল্টা অভিযোগ করে শহিদ সিকদার জানান, তাঁরা নিজেদের জমিতে ধান চাষ করেছেন। ঘটনার দিন ধান কাটতে গেলে রুবেল খানসহ কয়েকজন বাধা দেন। তখন প্রতিরোধ করলে তাঁরা শহিদদের ওপর হামলা করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত