Ajker Patrika

ভাণ্ডারিয়ায় ইটবাহী ট্রলির চাপায় শ্রমিক নিহত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১: ৫৩
Thumbnail image

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভুবনেশ্বর ব্রিজের কাছে ইটবাহী ট্রলির চাপায় দেলোয়ার হোসেন সরদার (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী শোহরাফ সরদার জানান, ইটবাহী গাড়িটি গাজীপুর থেকে পৌর শহরের দিকে যাচ্ছিল। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভাণ্ডারিয়া থানার এসআই ফারুক জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইটবাহী ট্রলিটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত