Ajker Patrika

বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখছে সরকার: নানক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখছে সরকার: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সম্প্রতি রাজধানীসহ দেশের কয়েক জায়গায় হওয়া বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখছে সরকার। আজ শুক্রবার দুপুরে বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক সকালে কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অ্যালামনাই।

পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। বক্তব্য দেন বিএম কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ এস এম কাইয়ুম উদ্দিন আহম্মেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খান মোহাম্মদ গাউস মোসাদ্দেক প্রমুখ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করবে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী থাকবে তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, সারা দেশের কলেজগুলোয় ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের সহযোগিতা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সহায়তা করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত