ভোলা সংবাদদাতা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি বারবার বলছে, শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার এত দুর্বল নয়। শেখ হাসিনা সরকার হলো হিমালয়ের মতো উঁচু ও শক্তিশালী। তাকে কখনো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না।’
আজ বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে উপকারভোগীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশীভূষণ নবনির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন।
জাহিদ মালেক বলেন, ‘বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে চায় না। কারণ জনগণ বিএনপির পাশে নেই। জনগণের জন্য বিএনপি কিছুই করে নাই।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি বারবার বলছে, শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার এত দুর্বল নয়। শেখ হাসিনা সরকার হলো হিমালয়ের মতো উঁচু ও শক্তিশালী। তাকে কখনো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না।’
আজ বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে উপকারভোগীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশীভূষণ নবনির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন।
জাহিদ মালেক বলেন, ‘বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে চায় না। কারণ জনগণ বিএনপির পাশে নেই। জনগণের জন্য বিএনপি কিছুই করে নাই।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
২ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
২ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে