Ajker Patrika

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় ৩ স্কুলছাত্রীকে ছাড়পত্র

বরিশাল প্রতিনিধি
ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় ৩ স্কুলছাত্রীকে ছাড়পত্র

বরিশালের একটি স্কুলে ক্লাস ফাঁকি দিয়ে টিকটিকের ভিডিও করায় তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল রোববার বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই তিন ছাত্রীকে ছাড়পত্র দেয়। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ছাড়পাত্র দেওয়া ওই তিন ছাত্রীর শ্রেণি কক্ষের মূল্যায়ন মোটেই ভালো নয়। তার ওপর ওই তিন ছাত্রী স্কুল ড্রেস পড়ে বাড়ি থেকে বেড় হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। অনেক সময় স্কুলে এসেও বেড় হয়ে যেত। ওই তিন ছাত্রী বন্ধুদের সঙ্গে নৌকায়, বিনোদন স্পটে ঘুরে ঘুরে টিকটকের নামে নানা অপকর্ম জড়িত ছিল। 

পরে ওই ৩ ছাত্রীর অভিভাবকদের ডেকে সার্বিক বিষয় তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে তারা বাধ্য হয়েছেন ওই তিনজনকে টিসি দিতে। কেন না তাদের কর্মকাণ্ড অন্য ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে হালিমা খাতুন স্কুলের একাধিক ছাত্রীর অভিভাবক জানান, কেবল ওই তিনজন নয়, আরও কয়েকজন ছাত্রী এ ধরনের কাজে জড়িয়ে পড়েছে। তারা ছেলেদের সঙ্গে মিশে নানা অপকর্মেও জড়াচ্ছে। 

এ বিষয়ে প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান বলেন, আর কোনো ছাত্রী এমন কর্মকাণ্ডে জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত