মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী পরিচয় দিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি প্রতীকের মিছিল শেষে মুলাদী প্রেসক্লাবের সামনে এক নির্বাচনী পথসভার বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।
হাতুড়ি প্রতীকের প্রার্থী টিপু সুলতান বলেন, ‘২০০৮ সালের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ছিল। ওই জোট ৪ দলীয় জোটের বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন সংগ্রাম করেছিল। ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টি যুক্ত হলেও মহাজোটের শরিক হয়নি তারা।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনুসহ মহাজোটের শরিকেরা অনেকেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন না।’
মহাজোটভুক্ত হলে অবশ্যই তারা আওয়ামী লীগের আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতেন কিংবা নৌকা প্রতীকে নির্বাচন করতেন বলে দাবি করেন টিপু সুলতান।
উল্লেখ্য, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু উভয়েই নিজেদের মহাজোটের প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মোহসীন উদ্দীন খান, আ. লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মোতালেব হোসেন ব্যাপারী, ফারুক আকন, সেন্টু আকন, নান্নু প্যাদা প্রমুখ।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী পরিচয় দিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি প্রতীকের মিছিল শেষে মুলাদী প্রেসক্লাবের সামনে এক নির্বাচনী পথসভার বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।
হাতুড়ি প্রতীকের প্রার্থী টিপু সুলতান বলেন, ‘২০০৮ সালের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ছিল। ওই জোট ৪ দলীয় জোটের বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন সংগ্রাম করেছিল। ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টি যুক্ত হলেও মহাজোটের শরিক হয়নি তারা।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনুসহ মহাজোটের শরিকেরা অনেকেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন না।’
মহাজোটভুক্ত হলে অবশ্যই তারা আওয়ামী লীগের আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতেন কিংবা নৌকা প্রতীকে নির্বাচন করতেন বলে দাবি করেন টিপু সুলতান।
উল্লেখ্য, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু উভয়েই নিজেদের মহাজোটের প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মোহসীন উদ্দীন খান, আ. লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মোতালেব হোসেন ব্যাপারী, ফারুক আকন, সেন্টু আকন, নান্নু প্যাদা প্রমুখ।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে