নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ চলছে। গৌরনদীর কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি চোখে পড়েছে। অপর দিকে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলায় ভোটার উপস্থিত ছিল কম।
গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা গড়াতেই নারী-পুরুষের উপস্থিতি বাড়তে থাকে। সংখ্যালঘু অধ্যুষিত এ কেন্দ্রে শুরু থেকেই নানা শঙ্কা ছিল।
সকাল সোয়া ১০টায় কথা হয় পূর্ব শৌলকার এলাকার দুই ভাই বৃদ্ধ আজিজ ফকির (৭৫) ও আদেল উদ্দিন ফকিরের (৮০) সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এমন ভোট অনেক দিন হয়নি এখানে। শনিবার রাতেও পরিবেশ গরম ছিল। কিন্তু গরমে কাজ হয়নি। এবার ভোট দিতে পারছেন বলে জানান দুই ভাই।
গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো.সাইদুর রহমান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৪১ জন। সকাল ১০টা পর্যন্ত মোট ৩১৬ ভোট গ্রহণ হয়েছে। ভোটের হার ১১ ভাগ। তিনি বলেন, এটি অনেকটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র।
মাহিলারা অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১১টায় গিয়ে দেখা গেল নারী ভোটারদের ভিড় আছে বেশ। এখানকার প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৯৭৩। বেলা ১১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ৪৭২ জন। ভোটের হার ২৪ দশমিক ৪৩ ভাগ।
এ কেন্দ্রে ভোট দিতে আসা বাসন্তী রানী বলেন, ‘মনে করেছিলাম ভোট দিতে পারব না। ভয় ছিল রাতে ঝামেলা হবে। কিন্তু ভোট দিতে এসে দেখি সব শান্ত।’ একই কথা জানালেন গৃহবধূ লক্ষ্মী রানী। তিনি ভোট দিতে পেরে খুশি। পাশের পুরুষ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৩৫টি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ হয় ৫৫১টি।
গৌরনদীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীকের হারিছুর রহমান এবং কাপ–পিরিচ প্রতীকের মনির হোসেন।
অপর দিকে আগৈলঝাড়ার দত্তেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে ফাঁকা দেখা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তা বশির হাওলাদার বলেন, এ কেন্দ্রে ভোটার ২ হাজার ৮২২। দুপুর ১২টা পর্যন্ত ৪৫৩ ভোট গ্রহণ হয়েছে। ভোটের হার ১৭ ভাগ। এখানকর ভোটার আলম ফকির বলেন, ‘গ্রামে গিয়ে মহিলাদের ডাকলেও আসেননি। পুরুষ কিছু এসেছে। মানুষ আসতে চায় না।’
সেরাল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দুপুর ১২টার দিকে ভোটার শূন্য দেখা গেছে। এখানকার প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৮০৯ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোটা দেন ৫১২ জন। ভোটের হার ১৮ দশমিক ২৩। এ কেন্দ্রের ভোটার স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
পাশের টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটার দেখা যায়নি তেমন। সেখানে মোট ভোটার ১ হাজার ৬৬২ জন। দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ৩১৫টি। ভোটের হার ১৯ ভাগ বলে জানান প্রিসাইডিং কর্মকতৃা মো. শহিদুল ইসলাম।
আগৈলঝাড়ায় মূল প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আব্দুর রইছ সেরনিয়াবাত এবং দোয়াত–কলম প্রতীকের যতীন্দ্র নাথ মিস্ত্রী।
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ চলছে। গৌরনদীর কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি চোখে পড়েছে। অপর দিকে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলায় ভোটার উপস্থিত ছিল কম।
গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা গড়াতেই নারী-পুরুষের উপস্থিতি বাড়তে থাকে। সংখ্যালঘু অধ্যুষিত এ কেন্দ্রে শুরু থেকেই নানা শঙ্কা ছিল।
সকাল সোয়া ১০টায় কথা হয় পূর্ব শৌলকার এলাকার দুই ভাই বৃদ্ধ আজিজ ফকির (৭৫) ও আদেল উদ্দিন ফকিরের (৮০) সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এমন ভোট অনেক দিন হয়নি এখানে। শনিবার রাতেও পরিবেশ গরম ছিল। কিন্তু গরমে কাজ হয়নি। এবার ভোট দিতে পারছেন বলে জানান দুই ভাই।
গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো.সাইদুর রহমান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৪১ জন। সকাল ১০টা পর্যন্ত মোট ৩১৬ ভোট গ্রহণ হয়েছে। ভোটের হার ১১ ভাগ। তিনি বলেন, এটি অনেকটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র।
মাহিলারা অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১১টায় গিয়ে দেখা গেল নারী ভোটারদের ভিড় আছে বেশ। এখানকার প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৯৭৩। বেলা ১১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ৪৭২ জন। ভোটের হার ২৪ দশমিক ৪৩ ভাগ।
এ কেন্দ্রে ভোট দিতে আসা বাসন্তী রানী বলেন, ‘মনে করেছিলাম ভোট দিতে পারব না। ভয় ছিল রাতে ঝামেলা হবে। কিন্তু ভোট দিতে এসে দেখি সব শান্ত।’ একই কথা জানালেন গৃহবধূ লক্ষ্মী রানী। তিনি ভোট দিতে পেরে খুশি। পাশের পুরুষ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৩৫টি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ হয় ৫৫১টি।
গৌরনদীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীকের হারিছুর রহমান এবং কাপ–পিরিচ প্রতীকের মনির হোসেন।
অপর দিকে আগৈলঝাড়ার দত্তেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে ফাঁকা দেখা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তা বশির হাওলাদার বলেন, এ কেন্দ্রে ভোটার ২ হাজার ৮২২। দুপুর ১২টা পর্যন্ত ৪৫৩ ভোট গ্রহণ হয়েছে। ভোটের হার ১৭ ভাগ। এখানকর ভোটার আলম ফকির বলেন, ‘গ্রামে গিয়ে মহিলাদের ডাকলেও আসেননি। পুরুষ কিছু এসেছে। মানুষ আসতে চায় না।’
সেরাল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দুপুর ১২টার দিকে ভোটার শূন্য দেখা গেছে। এখানকার প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৮০৯ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোটা দেন ৫১২ জন। ভোটের হার ১৮ দশমিক ২৩। এ কেন্দ্রের ভোটার স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
পাশের টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটার দেখা যায়নি তেমন। সেখানে মোট ভোটার ১ হাজার ৬৬২ জন। দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ৩১৫টি। ভোটের হার ১৯ ভাগ বলে জানান প্রিসাইডিং কর্মকতৃা মো. শহিদুল ইসলাম।
আগৈলঝাড়ায় মূল প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আব্দুর রইছ সেরনিয়াবাত এবং দোয়াত–কলম প্রতীকের যতীন্দ্র নাথ মিস্ত্রী।
নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণিগাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার
২ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিগত প্রশাসনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত
৪ মিনিট আগেবিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহল দল শুক্রবার (২৬ জুলাই) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপির সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায়। অভিযানে সীমান্তের
৯ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে এক কিশোর। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে