Ajker Patrika

এবার পাল্টা অভিযোগ দুই প্রকৌশলীর বিরুদ্ধে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৪: ৪৪
এবার পাল্টা অভিযোগ দুই প্রকৌশলীর বিরুদ্ধে

এবার পায়রা বন্দরের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী (জেটি) মোস্তফা আশিক আলীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে গতকাল শুক্রবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সি আইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বন্দরের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন তাঁর আত্মীয়স্বজন ও আশীর্বাদপুষ্ট এবং স্থানীয় বিএনপিপন্থীদের নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে পায়রা পোর্টের সব ঠিকাদারি কাজ নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করছেন। কমিশন বাণিজ্যে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মহোৎসব করে যাচ্ছেন। তিনি একটি সিন্ডিকেট তৈরি করে পায়রা পোর্টে লুটপাট করে যাচ্ছেন। এতে মেগা প্রকল্প নিয়ে দুর্নাম ছড়াচ্ছে, যার কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অসাধু এই কর্মকর্তার জন্য সরকারের উন্নয়ন প্রকল্প বিতর্কিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নাসির উদ্দিন তাঁর অধীনে কর্মরত শ্রমিকদের সঙ্গে অশ্লীল দুর্ব্যবহার করে বিতাড়িত করে দেন। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও মারমুখী আচরণকে ধামাচাপা দিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রলীগের নামে অসত্য চাঁদাবাজির তকমা দিয়ে অপপ্রচার করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত