Ajker Patrika

বরিশালে বিএনপির পদবঞ্চিতের ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭: ৫১
বরিশালে বিএনপির পদবঞ্চিতের ঝাড়ু মিছিল

বরিশালে ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ এনে এবং তা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি সদর রোড থেকে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় নেতা-কর্মীরা ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি গঠনের জন্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ নেতাদের দায়ী করেন।

নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলম চিশতি ভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর বিএনপির এক নেতা বলেছেন দল চালাতে টাকাওয়ালা লোক লাগে। যাঁর টাকা আছে তাঁকে পদ দেওয়া হবে। এ জন্যই তাঁকে বাদ দিয়ে আমেরিকা প্রবাসী মাসুদ হাওলাদারকে ওয়ার্ডের আহ্বায়ক করা হয়েছে। এর প্রতিবাদে ৬ নম্বর ওয়ার্ডের কর্মীরা ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করেছেন।’

পদবঞ্চিত নেতা কামাল হোসেন বলেন, ‘ত্যাগীদের বঞ্চিত করে যাঁরা টাকা দিয়েছে তাঁদের ওয়ার্ড কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে।’

এর আগে গতকাল সোমবার ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ পর্যন্ত ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। এত বড় দলে শতভাগ নির্ভুল করে কমিটি করা কঠিন। পদবঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত