Ajker Patrika

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২১
পবিপ্রবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাপরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আরাফাত ইসলাম খান সাগরকে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক (স্থায়ী) ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে আরাফাত ইসলাম খান সাগর বলেন, ‘ঠিকাদারের এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগকে কারণ দর্শাব। পরে তারা যদি মনে করে আমি নির্দোষ তাহলে তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত