নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে এবার সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে জিডি করেন। এর আগে ফেব্রুয়ারিতে ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জিডিতে অভিযুক্ত ব্যক্তিরা হলেন—ইংরেজি বিভাগের রাকিন খান, সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, আইন বিভাগের তরিক হোসেন, ইংরেজি বিভাগের মিজানুর রহমান, ইংরেজি বিভাগের এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম ডি শিহাব, ইংরেজি বিভাগের তরিকুল ইসলাম, কোস্টাল স্টাডিজ বিভাগের স্বপ্নীল অপূর্ব রকি ও রসায়ন বিভাগের রফিক। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।
জিডিতে উল্লেখ করা হয়, বিবাদীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। তাঁরা বিভিন্নভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তৈরি করে বেড়ায়। তাঁদের ভয়ে সাধারণ শিক্ষার্থীরা তটস্থ থাকেন।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমরা যৌক্তিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কণ্ঠরোধ করতে জিডি এবং মামলার ভয় দেখাচ্ছে। এর আগেও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, যা এখনো বহাল।’
জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে আপাতত ১০ শিক্ষার্থীর নামে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, ‘আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে আমি এ বিষয়ে কিছু জানি না।’
এ ব্যাপারে উপাচার্য ড. শুচিতা শরমিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
প্রসঙ্গত, ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা পুড়িয়ে তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন একদল শিক্ষার্থী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে এবার সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে জিডি করেন। এর আগে ফেব্রুয়ারিতে ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জিডিতে অভিযুক্ত ব্যক্তিরা হলেন—ইংরেজি বিভাগের রাকিন খান, সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, আইন বিভাগের তরিক হোসেন, ইংরেজি বিভাগের মিজানুর রহমান, ইংরেজি বিভাগের এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম ডি শিহাব, ইংরেজি বিভাগের তরিকুল ইসলাম, কোস্টাল স্টাডিজ বিভাগের স্বপ্নীল অপূর্ব রকি ও রসায়ন বিভাগের রফিক। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।
জিডিতে উল্লেখ করা হয়, বিবাদীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। তাঁরা বিভিন্নভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তৈরি করে বেড়ায়। তাঁদের ভয়ে সাধারণ শিক্ষার্থীরা তটস্থ থাকেন।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমরা যৌক্তিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কণ্ঠরোধ করতে জিডি এবং মামলার ভয় দেখাচ্ছে। এর আগেও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, যা এখনো বহাল।’
জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে আপাতত ১০ শিক্ষার্থীর নামে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, ‘আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে আমি এ বিষয়ে কিছু জানি না।’
এ ব্যাপারে উপাচার্য ড. শুচিতা শরমিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
প্রসঙ্গত, ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা পুড়িয়ে তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন একদল শিক্ষার্থী।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১০ ঘণ্টা আগে