আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে সেচ ব্লক থেকে সেচ পাম্পসহ পাইপ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ইজাবুল মিয়া অভিযোগ করেন, চাঁদাবাজদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তাঁরা সেচ পাম্প নিয়ে গেছেন।
ইজাবুল মিয়া জানান, দীর্ঘ ১০ বছর ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ইরি ব্লকের সেচ কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলতি মৌসুমেও তিনি স্ট্যাম্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে নালা পরিষ্কার করেন এবং সেচ পাম্প স্থাপন করেন।
তবে এতে বাধা হয়ে দাঁড়ায় চাঁদাবাজ ইউনুস মিয়া, মিরাজুল ইসলাম ও সেকেন্দার খাঁর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। তাঁদের দাবি, সেচ ব্লক করতে হলে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হবে। কিন্তু সেই টাকা দিতে না পারায় ২৫ নভেম্বর রাতে তারা সেচ পাম্প এবং পাইপ চুরি করে নিয়ে যায়।
এখানেই থেমে থাকেনি ঘটনাটি। চাঁদাবাজ দলটি ইজাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধরও করে বলে অভিযোগ করেছেন তিনি।
পরদিন ২৬ নভেম্বর দুপুরে ইজাবুল মিয়া আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউনুস মিয়া চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্লক নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। সে জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে সেচ ব্লক থেকে সেচ পাম্পসহ পাইপ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ইজাবুল মিয়া অভিযোগ করেন, চাঁদাবাজদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তাঁরা সেচ পাম্প নিয়ে গেছেন।
ইজাবুল মিয়া জানান, দীর্ঘ ১০ বছর ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ইরি ব্লকের সেচ কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলতি মৌসুমেও তিনি স্ট্যাম্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে নালা পরিষ্কার করেন এবং সেচ পাম্প স্থাপন করেন।
তবে এতে বাধা হয়ে দাঁড়ায় চাঁদাবাজ ইউনুস মিয়া, মিরাজুল ইসলাম ও সেকেন্দার খাঁর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। তাঁদের দাবি, সেচ ব্লক করতে হলে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হবে। কিন্তু সেই টাকা দিতে না পারায় ২৫ নভেম্বর রাতে তারা সেচ পাম্প এবং পাইপ চুরি করে নিয়ে যায়।
এখানেই থেমে থাকেনি ঘটনাটি। চাঁদাবাজ দলটি ইজাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধরও করে বলে অভিযোগ করেছেন তিনি।
পরদিন ২৬ নভেম্বর দুপুরে ইজাবুল মিয়া আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউনুস মিয়া চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্লক নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। সে জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে