নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) পংকজ নাথ ও সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদের অনুসারীরা আবার মুখোমুখি হলেন। এতে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুই পক্ষের কর্মসূচি ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন স্থানীয় (বরিশাল-৪) এমপি পংকজ নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল আশপাশের এলাকা প্রদর্শন করে এমপির পক্ষে স্লোগান দেয়। অডিটরিয়ামের পাশের মাঠে প্যান্ডেল টানিয়ে যখন পংকজ নাথের উপস্থিতিতে কর্মসূচি চলছিল, ঠিক একই সময়ে উপজেলা চত্বরের মধ্যে শহীদ মিনারের সামনে জড়ো হন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপুর অনুসারীরা। সেখানে তাঁরা বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। দিপু সংরক্ষিত আসনের এমপি শাম্মীর ঘনিষ্ঠ সহচর।
প্রত্যক্ষদর্শীরা জানান, পংকজ নাথ বেলা তিনটার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় দিপুর অনুসারীরা তাঁকে ইঙ্গিত করে স্লোগান দেন। এর পাল্টা জবাব দেন পংকজের অনুসারীরা। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে পরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এমপি পংকজ গাড়িযোগে স্থান ত্যাগ করলে উপজেলা চেয়ারম্যান দিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতা-কর্মীদের এমপি পংকজের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এতে ঘটনাস্থলে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
পংকজের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘শনিবারের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমপির কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান দিপু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ স্বতন্ত্র এমপি। তিনি যদি আওয়ামী লীগের ব্যানার অথবা আওয়ামী লীগের নেতা-নেত্রীর ছবি ব্যবহার করেন, তাহলে তাঁকে তাঁর নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’
এ বিষয়ে জানতে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য পংকজ নাথ কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে যাওয়ার পথে চরাঞ্চল থেকে আসা একটি মিছিল তাঁর দিকে তাকিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় এমপির অনুসারীরাও পাল্টা স্লোগান শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশালের হিজলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) পংকজ নাথ ও সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদের অনুসারীরা আবার মুখোমুখি হলেন। এতে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুই পক্ষের কর্মসূচি ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন স্থানীয় (বরিশাল-৪) এমপি পংকজ নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল আশপাশের এলাকা প্রদর্শন করে এমপির পক্ষে স্লোগান দেয়। অডিটরিয়ামের পাশের মাঠে প্যান্ডেল টানিয়ে যখন পংকজ নাথের উপস্থিতিতে কর্মসূচি চলছিল, ঠিক একই সময়ে উপজেলা চত্বরের মধ্যে শহীদ মিনারের সামনে জড়ো হন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপুর অনুসারীরা। সেখানে তাঁরা বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। দিপু সংরক্ষিত আসনের এমপি শাম্মীর ঘনিষ্ঠ সহচর।
প্রত্যক্ষদর্শীরা জানান, পংকজ নাথ বেলা তিনটার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় দিপুর অনুসারীরা তাঁকে ইঙ্গিত করে স্লোগান দেন। এর পাল্টা জবাব দেন পংকজের অনুসারীরা। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে পরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এমপি পংকজ গাড়িযোগে স্থান ত্যাগ করলে উপজেলা চেয়ারম্যান দিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতা-কর্মীদের এমপি পংকজের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এতে ঘটনাস্থলে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
পংকজের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘শনিবারের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমপির কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান দিপু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ স্বতন্ত্র এমপি। তিনি যদি আওয়ামী লীগের ব্যানার অথবা আওয়ামী লীগের নেতা-নেত্রীর ছবি ব্যবহার করেন, তাহলে তাঁকে তাঁর নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’
এ বিষয়ে জানতে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য পংকজ নাথ কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে যাওয়ার পথে চরাঞ্চল থেকে আসা একটি মিছিল তাঁর দিকে তাকিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় এমপির অনুসারীরাও পাল্টা স্লোগান শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে