নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) পংকজ নাথ ও সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদের অনুসারীরা আবার মুখোমুখি হলেন। এতে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুই পক্ষের কর্মসূচি ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন স্থানীয় (বরিশাল-৪) এমপি পংকজ নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল আশপাশের এলাকা প্রদর্শন করে এমপির পক্ষে স্লোগান দেয়। অডিটরিয়ামের পাশের মাঠে প্যান্ডেল টানিয়ে যখন পংকজ নাথের উপস্থিতিতে কর্মসূচি চলছিল, ঠিক একই সময়ে উপজেলা চত্বরের মধ্যে শহীদ মিনারের সামনে জড়ো হন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপুর অনুসারীরা। সেখানে তাঁরা বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। দিপু সংরক্ষিত আসনের এমপি শাম্মীর ঘনিষ্ঠ সহচর।
প্রত্যক্ষদর্শীরা জানান, পংকজ নাথ বেলা তিনটার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় দিপুর অনুসারীরা তাঁকে ইঙ্গিত করে স্লোগান দেন। এর পাল্টা জবাব দেন পংকজের অনুসারীরা। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে পরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এমপি পংকজ গাড়িযোগে স্থান ত্যাগ করলে উপজেলা চেয়ারম্যান দিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতা-কর্মীদের এমপি পংকজের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এতে ঘটনাস্থলে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
পংকজের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘শনিবারের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমপির কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান দিপু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ স্বতন্ত্র এমপি। তিনি যদি আওয়ামী লীগের ব্যানার অথবা আওয়ামী লীগের নেতা-নেত্রীর ছবি ব্যবহার করেন, তাহলে তাঁকে তাঁর নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’
এ বিষয়ে জানতে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য পংকজ নাথ কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে যাওয়ার পথে চরাঞ্চল থেকে আসা একটি মিছিল তাঁর দিকে তাকিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় এমপির অনুসারীরাও পাল্টা স্লোগান শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশালের হিজলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) পংকজ নাথ ও সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদের অনুসারীরা আবার মুখোমুখি হলেন। এতে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুই পক্ষের কর্মসূচি ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন স্থানীয় (বরিশাল-৪) এমপি পংকজ নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল আশপাশের এলাকা প্রদর্শন করে এমপির পক্ষে স্লোগান দেয়। অডিটরিয়ামের পাশের মাঠে প্যান্ডেল টানিয়ে যখন পংকজ নাথের উপস্থিতিতে কর্মসূচি চলছিল, ঠিক একই সময়ে উপজেলা চত্বরের মধ্যে শহীদ মিনারের সামনে জড়ো হন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপুর অনুসারীরা। সেখানে তাঁরা বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। দিপু সংরক্ষিত আসনের এমপি শাম্মীর ঘনিষ্ঠ সহচর।
প্রত্যক্ষদর্শীরা জানান, পংকজ নাথ বেলা তিনটার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় দিপুর অনুসারীরা তাঁকে ইঙ্গিত করে স্লোগান দেন। এর পাল্টা জবাব দেন পংকজের অনুসারীরা। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে পরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এমপি পংকজ গাড়িযোগে স্থান ত্যাগ করলে উপজেলা চেয়ারম্যান দিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতা-কর্মীদের এমপি পংকজের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এতে ঘটনাস্থলে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
পংকজের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘শনিবারের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমপির কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান দিপু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ স্বতন্ত্র এমপি। তিনি যদি আওয়ামী লীগের ব্যানার অথবা আওয়ামী লীগের নেতা-নেত্রীর ছবি ব্যবহার করেন, তাহলে তাঁকে তাঁর নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’
এ বিষয়ে জানতে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য পংকজ নাথ কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে যাওয়ার পথে চরাঞ্চল থেকে আসা একটি মিছিল তাঁর দিকে তাকিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় এমপির অনুসারীরাও পাল্টা স্লোগান শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৭ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে