Ajker Patrika

ঝালকাঠিতে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঝালকাঠি প্রতিনিধি  
শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলম।
শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলম।

ঝালকাঠির কাঁঠালিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার রাতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২৪ আগস্ট আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যাহার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে। এমতবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সকল সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইলো।’

এ বিষয়ে শামসুল আলম বলেন, ‘বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে। আর বিএনপি নেতাদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ পদবি কিছুই না। আমি আগেও বিএনপি করেছি এখনো করব।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, ‘তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছেন। তাই থাকে দল অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত