Ajker Patrika

মুলাদীতে ‘স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা’

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে ‘স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা’

বরিশালের মুলাদীতে আরাফাত সিকদার (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার গাছুয়া ইউনিয়নের শ্রীমতি গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তিনি নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরাফাতের বাবা আবদুল মন্নান সিকদার বলেন, তাঁর ছেলে আরাফাত পেশায় ভ্যানচালক ছিলেন। কয়েক দিন আগে তাঁর স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যান। এরপর থেকে মোবাইল ফোনে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে উচ্চ স্বরে কথা বলতেন আরাফাত। আজ সোমবার সকালে তিনি ভ্যান নিয়ে বের হন। বেলা আড়াইটার দিকে বাড়ি ফিরে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। বেলা ৩টার দিকে খাওয়ার জন্য আরাফাতের মা তাঁকে ডাকতে যান। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন।

মন্নান সিকদার আরও বলেন, আরাফাত তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন।

খবর পেয়ে মুলাদী থানা-পুলিশ ও গাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিকেলে ওই বাড়ি পরিদর্শন করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত