Ajker Patrika

চরমোনাই পীরের অনুসারীরা দলে দলে নগরে প্রবেশ করছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ জুন ২০২৩, ১৫: ৩৩
চরমোনাই পীরের অনুসারীরা দলে দলে নগরে প্রবেশ করছেন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রতীকে মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় সোমবার দুপুরের পর চরমোনাই থেকে তাঁর অনুসারীরা দলে দলে নগরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। তাঁদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। এ ঘটনা নগরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 সোমবার দুপুরের পর চরমোনাই থেকে তাঁর অনুসারীরা দলে দলে নগরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন

খবর পেয়ে পুলিশ বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এমনকি বেলতলা খেয়াঘাট আটকে দেওয়া হয়েছে।

 এদিকে নৌকার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট আফজালুল করিম রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, হাতপাখার কর্মীরা লাঠিসোঁটা ও তলোয়ার নিয়ে নগরে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত