Ajker Patrika

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বদিউজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত
বদিউজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে নাজেহাল ও রোগীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার শিকার রোগী বীথি আক্তার (৩৪) গৌরনদী মডেল থানায় গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বীথি নামক ওই নারী অভিযোগে উল্লেখ করেছেন তাঁকে বিএনপি নেতা মিন্টু চড়থাপ্পড় দিয়েছেন। অভিযোগটি তাঁরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, গতকাল দুপুরে গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদারকে পা কেটে যাওয়ার জন্য ব্যবস্থাপত্র চান। ওই ডাক্তার তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে বললে তা মনঃপূত হয় না মিন্টুর। একপর্যায়ে মিন্টু ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন।

চিকিৎসক তখন বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’ তাতে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা বলতে থাকেন। সামনে থাকা বীথি নামে এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।

বিএনপি নেতা মিন্টু অবশ্য দাবি করেছেন, ডাক্তারের সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া কিছুই হয়নি। এ সময় চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিক দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত