Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন চুন্নু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন চুন্নু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামশুল আলম চুন্নু পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানা গেছে। আসনটিতে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক। 

মোহাম্মদ সামশুল আলম চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিন বারের চেয়ারম্যান। ১৩ বছর ধরে উপজেলা আ. লীগের সভাপতি। অথচ দলীয় মনোনয়নে বঞ্চিত হয়েছি, কিন্তু নেত্রী সুযোগ দিয়েছেন জনপ্রিয়তা থাকলে যে কেউ ভোটে অংশ নিতে পারবেন। যে কারণে আজ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। মন্ত্রণালয়ও গ্রহণ করেছে।’ 

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর জাপার এমপির কারণে বাকেরগঞ্জে উন্নয়ন হয়নি।’ তিনি নির্বাচনে অংশ নিলে আ. লীগের কেউ জাপার দিকে ফিরেও তাকাবে না। 

এর আগে ২০০৮ সাল থেকে আসনটি মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) দখলে রয়েছে। এখানকার বর্তমান সংসদ সদস্য হলেন জাপার ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রত্না। আসন ভাগাভাগিতে এবারও জাপা কিংবা জাসদকে ছাড় দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত