Ajker Patrika

বরিশাল নৌবন্দরে লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নৌবন্দর। ছবি: সংগৃহীত
বরিশাল নৌবন্দর। ছবি: সংগৃহীত

বরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।

নৌবন্দর ভবনে আসা লোকজন সূত্রে জানা গেছে, হিজলার বাবুগঞ্জ লঞ্চঘাটের ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ রোববার বেলা ১টা। ১০ মিনিট আগে ১২টা ৫০ মিনিটে দরপত্র জমা দিতে যাচ্ছিলেন নয়ন মিয়া নামের এক ব্যক্তি। তিনি মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি কালু ঢালীর দরপত্রটি জমা দিতে যান।

নয়ন মিয়া বলেন, নৌ ভবনের দ্বিতীয় তলায় দরপত্র জমা দেওয়ার কক্ষে ঢোকার সময়ে ৪ জন যুবক এসে দরপত্রটি ছিনিয়ে নেয়। জিজ্ঞাসা করলে তারা জানান, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান ভাইয়ের নির্দেশে দরপত্র নিয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জাহান বলেন, আমি আদালতে ছিলাম। আমার কোনো লোক সেখানে যায়নি বা আমি কাউকে পাঠাইনি। কে বা কারা আমার নাম ব্যবহার করে এ কাজ করছে।

জানা গেছে, ওই লঞ্চঘাট ইজারার জন্য মোট তিনটি দরপত্র বিক্রি হয়েছিল। ধুলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সগির আহমেদ ও একই ইউনিয়নের বিএনপি নেতা জাকির হোসেনের দরপত্র জমা পড়েছে।

ছিনতাইয়ের হওয়ার বিষয়ে বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জামাল ঢালী নামের হিজলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিনতাই হওয়ার কথা তাঁকে জানিয়েছেন। তিনি বলেন, তাৎক্ষণিক জানালে প্রশাসনের সাহায্য ওই ব্যক্তি নিতে পারতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত