Ajker Patrika

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মেহেদী হাসান। ছবি: সংগৃহীত
মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য। চার বছর আগে পুলিশে যোগদান করে। সর্বশেষ তিনি বিমানবন্দর থানায় এসআই পদে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতা বসত ইটভাটার আগুনে পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন তাঁর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের–ই–বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে দুর্ঘটনা দিনই শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন। ঢাকার হাসপাতালে টানা ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা যায় তিনি।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যায় এসআই মেহেদী। শুক্রবার তাঁর গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত