Ajker Patrika

বাগানে পেট্রলবোমা বিস্ফোরণ, আরও ৫টি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুরে পেট্রলবোমা বিস্ফোরণের পর ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
বরিশালের উজিরপুরে পেট্রলবোমা বিস্ফোরণের পর ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুর উপজেলায় পেট্রলবোমা বিস্ফোরণের পর পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কসংলগ্ন পূর্ব ধামসার গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মোল্লাবাড়ির বাগানে বেলা ২টার দিকে পেট্রলবোমা বিস্ফোরণ হয়। এতে বাগানের শুকনা পাতায় আগুন ধরে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা একই স্থান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও দুটি পেট্রলবোমা উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা পাঁচটি বোমা উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত