Ajker Patrika

পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদের প্রতিবাদ, বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২০: ৪৩
পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদের প্রতিবাদ, বরিশালে বিক্ষোভ

পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদ যুক্ত করে মানুষকে বানরের সঙ্গে তুলনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় ইমাম সমিতি। আজ রোববার নগরের সদর রোডে টাউন হলের সামনে বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ হয়। 

মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা নুরুর রহমান বেগ, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলমসহ মাওলানা আ. রব, মাওলানা আ. গফফার, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুফতি মামুনর রশিদ, মাওলানা জামাল উদ্দিন ফারুকি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যাঁরা নতুন পাঠ্যক্রমের সিলেবাসে এই ধরনের লেখা যুক্ত করেছেন, তাঁরা ইসলামের দৃষ্টিতে বেইমান। যাঁরা বানরের সঙ্গে মানুষের তুলনা করেছেন, তাঁদের বিচার চান বক্তারা। সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই প্রদর্শন করে ইমামেরা বলেন, ‘এই বইয়ের লেখক জাফর ইকবালসহ ১১ জন। আমরা সরকারের কাছে এদের বিচার চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত