Ajker Patrika

সেই উপজেলা চেয়ারম্যানের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
সেই উপজেলা চেয়ারম্যানের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার

বরিশাল–৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের পক্ষ ত্যাগ করায় দলীয় পুরস্কার পেলেন মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন। শুক্রবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ। 

এর আগে, ২০১৯ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে এমপি পঙ্কজ দেবনাথের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটনকে বহিষ্কার করা হয়। মেহেন্দিগঞ্জে পঙ্কজ দেবনাথ বিরোধীরা বরিশাল জেলা আওয়ামী লীগ সমর্থিত। অভ্যন্তরীণ কোন্দলে বারবার রক্তাক্ত হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। 

দুই পক্ষের উত্থান-পতনের ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন প্রায় ৬ মাস আগে পঙ্কজ দেবনাথের পক্ষ ত্যাগ করে এমপি বিরোধী গ্রুপে যোগ দেন। এরই পুরস্কার হিসেবে শুক্রবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিবৃতি দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। 

জেলা আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা বিবৃতিতে উল্লেখ করেছেন, মাহফুজুর রহমান লিটন দলীয় শৃঙ্খল মেনে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ এবং মুজিব আদর্শে অবিচল থাকার প্রতিশ্রুতি দেওয়ায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত