Ajker Patrika

হাসপাতালের অব্যবস্থাপনা দূর করাসহ তিন দাবিতে বরিশালে কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
‘বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে কফিন মিছিল। ছবি: আজকের পত্রিকা
‘বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে কফিন মিছিল। ছবি: আজকের পত্রিকা

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ (শেবাচিম) দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা ও স্বাস্থ্য খাত সংস্কারের তিন দফা দাবিতে বরিশালে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা। শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে শেবাচিম হাসপাতালসহ দেশের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্য খাত সংস্কারের দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় কফিন মিছিল বের করা হয়।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসা নিতে গেলে তাঁকে পদে পদে হয়রানির শিকার হতে হয়। হাসপাতালের অবকাঠামো, দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্বক্ষেত্রে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থায় সুচিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দিন ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

কর্মসূচিতে বক্তারা বলেন,  স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে হবে। যত দিন পর্যন্ত দাবি আদায় ও বাস্তবায়ন কার্যক্রম শুরু না হবে, তত দিন এই আন্দোলন চলবে।

ট্রলি-বাণিজ্য রোধে হাসপাতালে অবস্থান

এদিকে আন্দোলনে অসুস্থ হয়ে পড়া একজনকে বিকেলে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে ট্রলি না পেয়ে ক্ষুব্ধ হন আন্দোলনকারীরা। তাঁরা অভিযোগ করেন, হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালামের ছত্রচ্ছায়ায় ট্রলিতে রোগী বহনের নামে ২০০ টাকা নেওয়া হয়। এর প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত