Ajker Patrika

বেতাগীতে স্কুলে ৩৫ ছাত্রী অসুস্থ, সাধারণ ছুটি ঘোষণা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ০০: ০৯
Thumbnail image

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজনকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার এ ঘটনা ঘটে। ঘটনার পর বৃহস্পতিবার স্কুলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়ে। 

সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখা যায়, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় চালু করা হয় নন্দিনী হাইজিন কর্নার। সেখানে স্যানিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড, বিছানা ও একটি চেয়ার রাখা হয়েছে। 

এ ছাড়া কক্ষটির ভেতরে বানানো হয়েছে টয়লেট। গত মঙ্গলবার ওই কক্ষে ৮জন শিক্ষার্থী ঢুকলে তারা অসুস্থ হয়ে পড়ে। পরদিন আজ বুধবার ওই কক্ষে ঢুকে দুইজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। 

এ সময় আতঙ্কে শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করলে সুমি, হাবিবা, মরিয়ম, সুমাইয়া, তাসমিয়া, সাজন, সিনহা জাহান, উস্মিতা, কুলসুম, চাঁদনী আক্তার, জান্নাতি আক্তার ও আরিফাসহ ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। 

পরিস্থিতির অবনতি হলে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং বৃহস্পতিবার বিদ্যালয় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার জিদনী ও নবম শ্রেণির ছাত্রী শারমিন রিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নন্দিনী হাইজিন কর্ণারের ভেতরে কালো বিড়াল, লাল দাগ ও মানুষের ছায়া অবয়ব দেখতে পায়। 

বিষয়টি তাৎক্ষণিক বিদ্যালয়ে উপস্থিত সকল ছাত্রীর মধ্যে ছড়িয়ে পড়ে। আতঙ্ক তারা কক্ষে একটি কোরআন শরীফ রাখে। তবে তা কোনো কাজে আসেনি। 

হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নন্দিনী হাইজিন কর্ণারে ছাত্রীরা প্রবেশ করতেই তারা অসুস্থ হয়ে পড়ে। তারা নাকি ওই কক্ষে কালো বিড়াল, সাদা বিড়াল, লাল দাগসহ বিভিন্ন অবয়ব দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আসলে সেখানে ওইসব কিছুই ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ পরিস্থিতিতে ক্লাস করানো সম্ভব নয়, তাই বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’ 

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন বলেন, সকালে দুজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা কিছুটা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ঘটনাটি আমাকে বিদ্যালয়েল প্রধান শিক্ষক জানিয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। তবে বিষয়টা অবাক করার মত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, আমি বিষয়টি শুনে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত