Ajker Patrika

শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে শিক্ষকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আজ সোমবার নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে এ কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। একই দাবিতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা জানিয়েছেন শিক্ষক নেতারা।

শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরণ হালদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আসাদুল হক আসাদ, উজ্জ্বল কুমার মণ্ডল, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন বিশ্বাস, আলতাফুর রহমান, এইচ. এম ইলিয়াস হোসেন, মো. কবির হোসেন ও রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ার কর্মসূচি কোনো দিন সফল হবে না। আগামী জাতীয় বাজেটে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের একদফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত