Ajker Patrika

মেয়েকে না পেয়ে কলেজছাত্রের বাড়ি ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
মেয়েকে না পেয়ে কলেজছাত্রের বাড়ি ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বরিশালের মুলাদীতে মেয়েকে না পেয়ে এক কলেজছাত্রের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। উপজেলার কাজিরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিচ ঘরামী লোকজন নিয়ে ডিক্রীরচর গ্রামের মৃত বাচ্চু মৃধার ছেলে জিহাদ মৃধার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। সোমবার দুপুরে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

৮ মে থেকে আনিচ ঘরামী তাঁর মেয়েকে পাচ্ছেন না বলে দাবি করেছেন। তাঁর ধারণা, জিহাদ মৃধা কলেজপড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গেছেন। তবে ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে করে ছেলে এলাকা ছেড়েছেন বলে দাবি করেছেন জিহাদের মা আয়শা বেগম।

আয়শা বেগম জানান, ছেলে বাড়িতে না থাকায় ঘর তালাবদ্ধ করে তিনি বেড়াতে যান। সোমবার দুপুরে আনিচ ঘরামী কয়েকজন লোক নিয়ে ঘরের তালা ভেঙে মালামাল ভাঙচুর করেন। এ সময় আনিচ ঘরামীর বিভিন্ন আসবাব, জমির দলিলসহ কাগজপত্র পুড়িয়ে দেন। তাঁর ভয়ে বাড়ির কেউ বাধা দিতে সাহস পাননি।

আয়শা বেগম আরও জানান, তাঁর ছেলে জিহাদ আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। একই কলেজে পড়ার সুবাদে আনিচ ঘরামীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তাঁর। ওই সম্পর্কে আনিচ ঘরামী ও তাঁর লোকজন বাধা দেওয়ায় মেয়েটি ৮ মে জিহাদের সঙ্গে গোপনে বিয়ে করে চট্টগ্রাম চলে গেছেন।

এ ব্যাপারে আনিচ ঘরামী হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, জিহাদ মৃধা জোরপূর্বক ওই মেয়েকে তুলে নিয়ে গেছেন। মেয়েকে খুঁজতে ওই বাড়িতে লোকজন গিয়েছিল। সেখানে কোনো ভাঙচুর কিংবা কাগজপত্র পোড়ানোর ঘটনা ঘটেনি।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত