Ajker Patrika

নৌকার সমর্থকদের ওপর হামলা: মেয়র সাদিকের ‘খলিফা’ ছাত্রলীগ নেতা মান্না আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ মে ২০২৩, ১০: ১৫
নৌকার সমর্থকদের ওপর হামলা: মেয়র সাদিকের ‘খলিফা’ ছাত্রলীগ নেতা মান্না আটক

নৌকার সমর্থকদের ওপর হামলার অভিযোগে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক  আবদুল্লাহর ‘খলিফা’ হিসেবে পরিচিত নগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। গতকাল রোববার রাতে ছাত্রলীগের আরও ৯ জনসহ মান্নাকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। 

এর আগে গতকাল সন্ধ্যায় নগরের মড়কখোলার পোল মহাশ্মশান এলাকায় হামলায় আহত হন নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক হালিম শাহ, মনা আহমেদ, জাহিদ ভূঁইয়া ও মো. সুজন। হামলায় আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। 

আহত হালিম শাহ বলেন, গতকাল সন্ধ্যায় মহাশ্মশান থেকে ফেরার সময় মান্না তাঁর লোকজন নিয়ে হামলা করেন। যদিও আটকের আগে ছাত্রলীগের আহ্বায়ক  মান্না তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। 

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী কার্যক্রম এখনো শুরু হয়নি। অথচ এসব কর্মকাণ্ড ঘটছে। এতে যারাই জড়িত থাকুক কঠোর হস্তে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

গতকাল রাত ২টার দিকে মান্নাকে আটকের অভিযানে থাকা এসআই সাইদুল হক জানান, নগরের বিসিক এলাকা থেকে ৮ জন এবং হাসপাতাল রোডের একটি বাড়ির বাগান থেকে ছাত্রলীগ আহ্বায়ক  মান্নাসহ দুইজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। 

এর আগে গত ৬ মে নৌকার দুই কর্মীকে হুমকি দেওয়ায় মান্নার বিরুদ্ধে কাউনিয়া থানায় জিডি দায়ের হয়। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত