Ajker Patrika

ভোট দিতে এলেন না মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ জুন ২০২৩, ১৬: ৩৩
ভোট দিতে এলেন না মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভোট দিতে আসেননি। তিনি তাঁর চাচা নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর একই কেন্দ্রের ভোটার।

জানা গেছে, খোকন সেরনিয়াবাত ও সাদিক নগরের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ভোটার। 
মেয়র সাদিকের ভোটার নম্বর ০৬০৪০৩০০০১৮৪ এবং মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহর ভোটার নম্বর ০৬০৪০৩৭৯৯৬৯৯।

আজ সোমবার ভোট প্রয়োগ শেষে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়েরের কাছে সাংবাদিকরা জানতে চান, ভাতিজা সাদিক ভোট দিতে আসবেন কি না। জবাবে আবুল খায়ের বলেন, ‘আমি তা জানি না।’

গত ১৫ এপ্রিল মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন হারিয়ে আর বরিশালে ফেরেননি সাদিক আবদুল্লাহ। চাচা আবুল খায়েরের অনুসারীরা নির্বাচনের শুরু থেকেই মেয়র সাদিককে নগরে প্রতিহত করার ঘোষণা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত