Ajker Patrika

পটুয়াখালীতে হরতালের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে হরতালের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

পটুয়াখালীতে হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের তিতাস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সবুজবাগ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, পটুয়াখালী শহরের তিতাস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এটি সবুজবাগ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ওই মোড়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, ‘আগামীকালের ডামি নির্বাচনে বয়কট করার জন্য জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি দাদার নির্দেশে আমরা আজকে হরতালের সমর্থনে বিক্ষোভ করেছি। এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন না তাই নির্বাচন সাধারণ মানুষ বয়কট করেছে।’

এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমকে কল করলে তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত