Ajker Patrika

পাথরঘাটায় ভেসে এল মরদেহ, সাগরে নিহত জেলে বলে ধারণা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় ভেসে এল মরদেহ, সাগরে নিহত জেলে বলে ধারণা

বরগুনার পাথরঘাটার বিষখালি নদীর তীর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা বঙ্গোপসাগরে কুপিয়ে হত্যার পর ভাসিয়ে দেওয়া জেলের মরদেহ এটি।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ভেসে আসা মরদেহটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নীলিমা পয়েন্টের সঙ্গে নদীর চর থেকে উদ্ধার করে পাথরঘাটা থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান।

স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, ‘দুপুরে নদীর চরে গরুকে ঘাস খাওয়ানো সময় দূর থেকে একটি হাতের মতো দেখতে পাই। পরে কাছে গিয়ে দেখি বস্ত্রহীন একটি মরদেহ পরে রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে জানাই।’

পরিদর্শক সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কিছুদিন আগে বঙ্গোপসাগরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাশেদ খান নামে এক ট্রলার মালিককে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয় একই ট্রলারের এক কর্মচারী। এ ঘটনায় কলাপাড়া থানায় গত বৃহস্পতিবার হত্যা মামলা করেন নিখোঁজ জেলের স্ত্রী। এদিন ট্রলারের কর্মচারী ইব্রাহীমকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ইব্রাহীম জানান তিনি রাশেদ খানকে হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন।

পরিদর্শক সাইফুজ্জামান আরও জানান, রাশেদের পরিবারের দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের মিল রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সেই জেলের পরিবারের লোকজন এসে শনাক্ত করলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত