Ajker Patrika

যৌতুক না পেয়ে শ্বশুরের দেড় শ মণ ধান পুড়িয়ে দিল জামাই

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯: ২৬
যৌতুক না পেয়ে শ্বশুরের দেড় শ মণ ধান পুড়িয়ে দিল জামাই

বরগুনার পাথরঘাটায় শ্বশুরের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দেড় শ মণ ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাই রাজীব মৃধার বিরুদ্ধে। আজ রোববার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ট্যাংরা গ্রামের মৃত হাশেম ফরাজির ছেলে ইব্রাহিম ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত রাজীব মৃধা ইব্রাহিম ফরাজির মেয়ের জামাই। তিনি বরগুনার ইটবাড়িয়া এলাকার সোহরাব মৃধার ছেলে। 

ইব্রাহিম ফরাজি বলেন, ‘যৌতুকের জন্য মেয়েকে মারধর করে এক মাস আগে বাড়ি থেকে বের করে দেয় রাজীব। এরপর বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যেত সে। কয়েক দিন কুয়াশা থাকায় ৩৩০ শতাংশ জমির দেড় শ মণ ধান কেটে বাড়ির উঠানের সামনে পালা দিয়ে রাখা হয়। যৌতুক না পেয়ে মেয়ের স্বামী রাজীব মৃধা ফজরের সময় এ ধানের পালায় আগুন লাগিয়ে দেয়।’ 

স্থানীয় আল মদিনা জামে মসজিদের মোয়াজ্জেম ইউসুফ আলী সরদার বলেন, ‘আগুন দেখতে পেয়ে ইব্রাহিম ফরাজিকে ডেকে এলাকার লোকজনসহ আগুন নিভিয়ে ফেলি। কিন্তু এতে কোনো ধান রক্ষা করা সম্ভব হয়নি।’ 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ইব্রাহিম ফরাজির মেয়ের জামাইয়ের সঙ্গে পারিবারিক কিছু ঝামেলা চলছে। তারা ধারণা করছে এ কারণে মেয়ের জামাই রাজীব ধানের পালায় আগুন ধরিয়ে দিতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত