মুলাদি (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদিতে ছাত্রশিবিরের সাবেক নেতা মুহাম্মদ মুঈনুদ্দীনের বৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুঃখ প্রকাশ করেছেন।
স্বজনদের বরাতে জানা গেছে, গত ১৯ ও ২০ জুন মুলাদি থানার পুলিশের একটি দল উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মুঈনুদ্দীনের বাড়িতে গিয়ে তাঁর মাকে হুমকি দেন। বলা হয়, মুঈনুদ্দীনের বিরুদ্ধে থাকা মামলার কারণে তার সম্পত্তি ক্রোক হতে পারে এবং তাঁর অন্য সন্তানদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে আতঙ্কিত হয়ে ওই বৃদ্ধ মা পুলিশকে ২ হাজার টাকা দেন।
২০১৪-১৫ সালে মুঈনুদ্দীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ওই সময় তাঁর নামে একাধিক মামলা হয় এবং ২০১৬ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান বলে স্বজনেরা জানান।
ঘটনার পর মুঈনুদ্দীন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ তুলে লেখেন, ‘একটি মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ আমার বাড়িতে হানা দেয় এবং আমার মাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ২ হাজার টাকা নেয়।’ তিনি আরও লিখেছেন, ‘এই হচ্ছে তথাকথিত “নিরপেক্ষ” সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা জনগণের নিরাপত্তা না দিয়ে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুলাদি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মুঈনুদ্দীন মৃধার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ কর্তব্য পালনে তাঁদের বাড়িতে গিয়েছিল। সেখানে তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ভয়ভীতি দেখানো হয়নি। তবে দুবার পুলিশ যাওয়ায় তাঁর বয়োজ্যেষ্ঠ মা কিছুটা বিব্রত হয়ে থাকতে পারেন। এ জন্য তাঁর সঙ্গে দেখা করে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
বরিশালের মুলাদিতে ছাত্রশিবিরের সাবেক নেতা মুহাম্মদ মুঈনুদ্দীনের বৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুঃখ প্রকাশ করেছেন।
স্বজনদের বরাতে জানা গেছে, গত ১৯ ও ২০ জুন মুলাদি থানার পুলিশের একটি দল উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মুঈনুদ্দীনের বাড়িতে গিয়ে তাঁর মাকে হুমকি দেন। বলা হয়, মুঈনুদ্দীনের বিরুদ্ধে থাকা মামলার কারণে তার সম্পত্তি ক্রোক হতে পারে এবং তাঁর অন্য সন্তানদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে আতঙ্কিত হয়ে ওই বৃদ্ধ মা পুলিশকে ২ হাজার টাকা দেন।
২০১৪-১৫ সালে মুঈনুদ্দীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ওই সময় তাঁর নামে একাধিক মামলা হয় এবং ২০১৬ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান বলে স্বজনেরা জানান।
ঘটনার পর মুঈনুদ্দীন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ তুলে লেখেন, ‘একটি মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ আমার বাড়িতে হানা দেয় এবং আমার মাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ২ হাজার টাকা নেয়।’ তিনি আরও লিখেছেন, ‘এই হচ্ছে তথাকথিত “নিরপেক্ষ” সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা জনগণের নিরাপত্তা না দিয়ে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুলাদি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মুঈনুদ্দীন মৃধার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ কর্তব্য পালনে তাঁদের বাড়িতে গিয়েছিল। সেখানে তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ভয়ভীতি দেখানো হয়নি। তবে দুবার পুলিশ যাওয়ায় তাঁর বয়োজ্যেষ্ঠ মা কিছুটা বিব্রত হয়ে থাকতে পারেন। এ জন্য তাঁর সঙ্গে দেখা করে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
ময়মনসিংহ নগরীর হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মায়ের গর্ভে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে হাসপাতালের মালিক, ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এই অভিযান চালিয়েছে কোতোয়ালি
২২ মিনিট আগেকিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মৃত্যুতে তাঁর স্বজনদের প্রতি শোক জানাতে গিয়ে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
২৬ মিনিট আগেরাজশাহীর মোহনপুর উপজেলায় একটি হিমাগারে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে। এতে প্রায় ১৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি করেছে হিমাগার কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত
২৮ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপু ২০২২ সালের ৮ মার্চ বিভিন্ন দলিলে ৭ দশমিক ৫৭৫১ একর জমি বিক্রি করেন। তফসিলভুক্ত ওই জমির মধ্যে ৬ দশমিক ৩৩৭৫ একর জমি সে বছরের ১ জুন রফিকুল ইসলামের এই দুই ছেলে বিভিন্ন দলিলে
৩৫ মিনিট আগে