Ajker Patrika

বরিশালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ

বরিশাল নগরীতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিঅ্যান্ডবি সড়কের চৌমাথায় অবরোধ করেন। 

বেলা ১টার দিকে পুলিশ তাদের হটাতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চৌমাথা পর্যন্ত মহাসড়কের ১ কিলোমিটারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি। 

পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। ছবি: আজকের পত্রিকাএকাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিক্ষার্থীরা আশপাশের সড়কে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছেন। পুলিশও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের প্রতিহতের চেষ্টা চালাচ্ছে। এর শব্দে ওই এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। আশপাশের বাসাবাড়ির লোকজনও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁরা। 

সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মীর্জা লাবু জানান, এটি আবাসিক এলাকা হওয়ায় টিয়ার গ্যাসে বিভিন্ন বাসার শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। 

হাতেম আলী কলেজের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা বেলা সাড়ে ৩টার দিকে সরেজমিন দেখা গেছে, হাতেম আলী কলেজের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। লাঠিসোঁটা নিয়ে শত শত ছাত্র অবস্থান নিয়েছেন। গোটা সড়কেই ইট পড়ে আছে। পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আতঙ্ক দেখা দিয়েছে আশপাশের বাসা বাড়িতে। 

বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশকে জলকামান ও সজোয়া যান আনতে দেখা গেছে। তবে সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো বক্তব্য দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত