Ajker Patrika

আধিপত্য বিস্তারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

গৌরনদী (বরিশালে) প্রতিনিধি
আধিপত্য বিস্তারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

বরিশালের সরকারি গৌরনদী কলেজে আজ বুধবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি বলে জানিয়েছে থানা-পুলিশ।

স্থানীয়রা, আহত ও পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার সঙ্গে গৌরনদী পৌর ছাত্রলীগের প্রভাবশালী সদস্য মো. আতিক মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে মাঝেমধ্যেই উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৮ জন আহত হন। 

আহতদের মধ্যে রয়েছেন-গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া তাঁর সমর্থক সাব্বির হোসেন, প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান মিয়ার সমর্থক ও ছাত্রলীগ কর্মী সাকিব হোসেন, মো. রিফাত, মোস্তফা হোসেন, আজিজুল, সাহাদুল ও হিমেল। গুরুতর আহত জিহাদ মিয়া ও সাব্বির হোসেনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার ছোট ভাই ও কলেজ ছাত্রলীগ কর্মী জিহাদ মিয়া অভিযোগ করে বলেন, ‘কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা এসে প্রায়ই ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বখাটেপনা করে। যে কারণে কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ইমরান মিয়ার সমর্থক বহিরাগত আজিজুল ও সাহাদুল কলেজে প্রবেশ করে বখাটেপনা দেখায়। এ নিয়ে আমি তাঁদের শাসিয়ে দেই। পরবর্তীতে ইমরান মিয়ার সমর্থক ছাত্রলীগ কর্মী মোস্তফা, আজিজুল, সাহাদুল ও হিমেলসহ ২০-২৫ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে আমাকে এবং আমার সহযোগী সাব্বির হোসেনকে আহত করেছে।’ 

অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার সমর্থক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য মো. মোস্তফা হোসেন বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আমার সমর্থক ছাত্রলীগ কর্মী সাকিব হোসেন, মো. রিফাতসহ ৪-৫ জন কর্মী আড্ডা দিচ্ছিল। এ সময় গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা মো. আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া তাঁদের গালাগাল করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ মিয়া সাকিব, রিফাতকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।’ 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত